নিউজ ডেস্ক:
বর্তমান এই প্রযুক্তি নির্ভর যুগে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে মোবাইল ফোন ব্যবহারে। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশও।
আর এদের মধ্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যাই বেশি। কিন্তু জানেন কি, সব অ্যান্ড্রয়েড ফোনেরই আছে কিছু জরুরি নাম্বার কোড যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের দরকারি কাজগুলো করতে পারেন?
চলুন তাহলে জেনে নেয়া যাক এমনই প্রয়োজনীয় কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোন কোড।
* সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে যাবতীয় তথ্য পেতে: *#12580*369#
* ফ্যাক্টরি রিসেট সেটিংয়ের জন্য: #*#7780#*#
* ক্যামেরা সম্পর্ক যাবতীয় তথ্য জানতে: #*#34971539#*#
* র্যামের মেমরি ভার্সন জানতে: #*#3264#*#
* মোবাইলের আইএমইআই নাম্বার জানার জন্য: *#06#
* মোবাইলের বেসিক তথ্য জানতে: #*#4636#*#
* ভয়েস ডায়াল মোড অ্যাক্টিভ করতে: #*#8351#*#