আলমডাঙ্গার আইলহাঁস বাজার থেকে যুবককে তুলে নিয়ে
নিউজ ডেস্ক:আলমডাঙ্গার আইলহাঁস বাজার থেকে আব্দুল হাকিম (২৫) নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার দেখানোর অভিযোগে চুয়াডাঙ্গা পুলিশ সুপার বরাবর লিখিত প্রতিবাদ লিপি দিয়েছে গ্রামবাসী। পুলিশ বলছে হত্যা, অপহরণ ও চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামী আব্দুল হাকিম। এতদাঞ্চলের চিহ্নিত সন্ত্রাসী ওল্টুর একান্ত সহযোগীও ছিল সে।
পুলিশের তথ্যমতে, গত (২০ ফেব্রুয়ারি) বুধবার রাত ১০টার দিকে আলমডাঙ্গা সিএনজি স্ট্যান্ড থেকে আইলহাঁস রিপুপাড়ার সাহাবুদ্দিন মালিতার ছেলে আব্দুল হাকিমকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। পুলিশ জানায়, আইলহাঁস বাজারের মুদি ব্যবসায়ি হাসিবুল হত্যা মামলার অন্যতম আসামী হামিক দীর্ঘদিন যাবত পলাতক ছিল। বুধবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে খবর আসে সে সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ওঁৎ পেতে থেকে কৌশলে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নিয়ে চুয়াডাঙ্গায় যাচ্ছিল বলে তাৎক্ষণিক ভাবে পুলিশের কাছে স্বীকার করে সে।
এদিকে আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নের রিপুপাড়া গ্রামবাসী ও স্থানীয় বাজারের ব্যবসায়ীদের সাক্ষরিত এক লিখিত অভিযোগে বলা হয়- বুধবার বেলা সাড়ে ৫টার দিকে আইলহাঁস বাজারের হাবিল ইলেকট্রনিক্সের দোকানে বসে গল্প করছিল আব্দুল হাকিম। এ সময় মোটরসাইকেলযোগে ৫ জন পুলিশ সাদা পোশাকে এসে তাকে আকর্ষিক আটক করে। তাকে অন্যায়ভাবে আটকের প্রতিবাদ জানিয়ে আটককারীদের ঘেরাও করলে তারা পুলিশের লোক বলে পরিচয় দেন। তারা আরও জানান, আটক হাকিমের বিরুদ্ধে হাসিবুল হত্যা মামলার ওয়ারেন্ট রয়েছে। অন্যদিকে, হাকিম কয়েকদিন আগে আদালতে হাজির হয়ে জামিন নিয়েছে বলে জানালে তারা (পুলিশ) বলেন, ‘থানায় এসে রিকল দেখালে তাকে ছেড়ে দেয়া হবে’। এ সময় তার কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। একটি গেঞ্জি ও লুঙ্গিপরা অবস্থায় আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরদিন (২১ ফেব্রুয়ারি) সকালে হাকিমের অভিভাবকেরা রিকলের কাগজ নিয়ে থানায় গেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, আব্দুল হাকিমকে আলমডাঙ্গা স্টেশন এলাকার সিএনজি স্ট্যান্ড থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে।
এ প্রসঙ্গে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সি বলেন, ‘অস্ত্র ও গুলিসহ আব্দুল হাকিমের আটকের ঘটনা সঠিক। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপহরণ ও চাঁদাবাজী মামলা রয়েছে। সে আলমডাঙ্গা থানার আলোচিত হাসিবুল হত্যা মামলার অন্যতম আসামী। এ ছাড়াও তিওরবিলার কাদের হত্যা মামলার সন্দিগ্ধ আসামী সে।’ তিনি আরও বলেন, ‘আলমডাঙ্গা স্টেশন এলাকার সিএনজি স্ট্যান্ড থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে আটক করার পর নিজের কাছে অস্ত্র ও গুলি থাকার সত্যতা স্থানীয়দের সম্মুখে স্বীকার করেছে হাকিম নিজেই। শুধু তাই নয়; র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত এতদাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ওল্টুর সহযোগীও ছিল সে।’