চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে রয়েল এক্সপ্রেস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে রয়েল এক্সপ্রেস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র গুরুতর আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তাঁরা। তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি আটক করে ভাঙচুর করে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে বাসসহ চালক মো. শামীম রেজাকে (৪০) আটক করে থানায় নেওয়া হয়। চালক শামীম রেজা ঝিনাইদহের হরিণাকু-ের যাদপপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে ডিঙ্গেদহ বাজারে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বসু ভা-ারদোয়া গ্রামের মসজিদপাড়ার হাবিবুর রহমানের ছেলে পিন্টু শেখ (৩০) ও তাঁর পুত্র সিয়াম (৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মেহেরপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী রয়েল এক্সপ্রেসের একটি পরিবহন (ঢাকা মেট্রো, ১৪-৮৮৭৭) তীব্র গতিতে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে গেলেও প্রাণে রক্ষা পেয়েছে পিতা ও তাঁর শিশু পুত্র। পরে স্থানীয় লোকজন পিতা-পুত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। এ সময় উত্তেজিত জনতা বাসটি আটক করে ভাঙচুর করতে থাকে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল থেকে বাস ও চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ দুর্ঘটনায় কেউ সদর থানায় অভিযোগ করেননি বলে নিশ্চিত করেছেন থানার দায়িত্বশীল এক কর্মকর্তা।
এদিকে আহত ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘পিতা ও পুত্রের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে তাঁদের অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে