নিউজ ডেস্ক:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ জুন ধার্য করেছেন আদালত। পুরান ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামান আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ঠিক করেন।
গতকাল মঙ্গলবার মামলাটিতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। এ ছাড়া খালেদা জিয়া মামলাটি পুনরায় তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন। হাইকোর্টের দেওয়া খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেছেন খালেদা জিয়া, যা শুনানির অপেক্ষায় রয়েছে জানিয়ে আত্মপক্ষ শুনানি পেছানোর আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মাসুদ আহমেদ তালুকদার ।
শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির তারিখ ১ জুন ধার্য করেন। খালেদা জিয়ার আরেক আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।
২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।