অভিযুক্ত লেবু আটক, চাপাতি উদ্ধার

0
9

চুয়াডাঙ্গায় বোরকা ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা শহরে বোরকা ব্যবসায়ী শুকুর আলীকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত খন্দকার ইমরান হোসেন লেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যমতে উদ্ধার করা হয় একটি ধারালো চাপাতি। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে সদর থানার পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান হোসেন লেবু ঈদগাহপাড়ার শফিউদ্দিন ড্রাইভারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সুদের টাকা নিয়ে বিরোধের জেরে হকপাড়ার শুকুর আলী (২৪) নামের এক বোরকা ব্যবসায়ীকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করেন ইমরান হোসেন লেবু। এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খানের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) লুৎফুল কবীর, উপপরিদর্শক (এসআই) একরামুল হুসাইন, ভবতোষ রায় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ থেকে লেবুকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তার লেবুকে সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের ঈদগাহপাড়া এলাকার ঈদগাহর পাশের একটি বাগান থেকে ওই ধারালো চাপাতিটি উদ্ধার করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত থানা হেফাজতেই ছিলেন ইমরান হোসেন লেবু।