নিউজ ডেস্ক:
আমেরিকার ভার্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, অপরাধমূলক কর্মকাণ্ডের আভাস পেতে মাইক্রোব্লগিং সাইট টুইটারই সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র হতে পারে। ১৫ লাখ টুইট বিশ্লেষণ করে তারা এ সিদ্ধান্তে এসেছেন।
গবেষক ম্যাথু গার্বার বলেন, গবেষণার শুরুর দিকের হাইপোথিসিসে টুইটার ব্যবহার ও অপরাধের মধ্যে কোনো যোগসাজশ ছিল না। আমি অপরাধ করতে যাচ্ছি বা করতে পারি- এটা নিশ্চয়ই কেউ বিশ্বকে বলে বেড়াবে না। তবে ব্যবহারকারীদের শেয়ার করা সামাজিক কোনো কর্মকাণ্ড কিংবা অন্য কোনো ঘটনা থেকে এ বিষয়ে আভাস পাওয়া সম্ভব।