অনুদান দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

0
12

মেহেরপুরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, আহত ক্রীড়াবিদ ও সংগঠনে
নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুদান প্রদান করা হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম)। অনুষ্ঠানে মেহেরপুরের বিভিন্ন এলাকার ৬১টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিকভাবে অনুদান প্রদান করাসহ সরকারি শিশু পরিবারে টেলিভিশন, মুজিবনগর সরকারি শিশু পরিবারে গ্রামীণ চুলা ও বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মো. তৌফিকুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাপ্ত আহত ও অসামর্থ্য ক্রীড়াবিদ ও সংগঠনের মধ্যে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন উপস্থিত থেকে ১৫ জন ক্রীড়াবিদ ও সংগঠনের মধ্যে ১৫ হাজার টাকা করে চেক প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কে এম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।