ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

0
31

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ 

ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বাজারগোপালপুরের পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মিজানুর রহমান ওই গ্রামের মৃত হিয়া উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, দুপুরে মাঠ থেকে বাড়ি ফিরে ঘরের টেবিল ফ্যান মেরামত করছিল মিজানুর রহমান। এসময় অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। ঘোড়শাল ইউনিয়ন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিত বিশ্বাস, ইউপি সচিব প্রতাপ বিশ্বাসহ অন্যান্যরা। এসময় বক্তারা, বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান।

ঝিনাইদহ বাজার গোপালপুরে টেবিল ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বাজারগোপালপুরের পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মিজানুর রহমান ওই গ্রামের মৃত হিয়া উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, দুপুরে মাঠ থেকে বাড়ি ফিরে ঘরের টেবিল ফ্যান মেরামত করছিল মিজানুর রহমান। এ সময় অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।