২৯ টাকার ১২৫ এমবি প্যাকের মেয়াদ ৩ দিন কার্যকর করতে ডায়াল করুন *১২১*৩০৭৪# অথবা সহজে ক্রয় করতে মাই জিপি অ্যাপ ব্যবহার করুন । (এসডি, ভ্যাট, এসসি অন্তর্ভুক্ত )
পরবর্তী নোটিস না দেয়া পর্যন্ত অফার চলবে।
অফারটি বিজনেস সলিউশন প্রিপেইড এবং পোস্ট পেইড সহ সকল প্রি-পেইড এবং পোস্ট পেইড গ্রাহকের জন্যে প্রযোজ্য ( বিজনেস সলিউশন প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহরগণ শুধুমাত্র ডায়াল কোডের মাধ্যমে অফারটি নিতে পারবেন;মাই জিপি অ্যাপ থেকে নিতে পারবেন না )
অফার সক্রিয় থাকা অবস্থায় গ্রাহক যতবার ইচ্ছা ততবার অফার গ্রহন করতে পারবেন। ইন্টারনেট ভলিউম শেষ হয়ে যাওয়ার পর গ্রাহক কে সর্বোচ্চ ২৪৪ টাকা পর্যন্ত প্রতি কেবি তে ০.০১ টাকা চার্জ করা হবে মেয়াদ থাকা পর্যন্ত।
অফার সক্রিয় থাকা অবস্থায় গ্রাহক পুনরায় এই প্যাক (১২৫ এমবি ২৯ টাকায় ৩ দিন ) ক্রয় করলে অব্যবহৃত ডাটা ভলিউম নতুন প্যাকের সাথে যোগ করা হবে।
ইন্টারনেট ব্যালেন্স চেক করতে *১২১*১*৪# এ ডায়াল করুন।
ইন্টারনেট প্যাকেজ বাতিল করতে ডায়াল করুন *১২১*৩০৪১#