নিউজ ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব ও গুজরাট লায়ন্স।
চলতি আইপিএলে শুরুটা ভালো হয়নি রায়না ও ম্যাক্সওয়েলদের। কিন্তু বাজে সময় পেছনে ফেলার লক্ষ্য নিয়েই মাঠে নামে দল দুটি। আর গুজরাট লায়ন্সের আমন্ত্রনে আগে ব্যাটিংয়ে নেমে ১৮৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে প্রীতি জিনতার দল।
রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রানের বড় সংগ্রহ গড়ে পাঞ্জাব। হাশিম আমলা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল ও অক্ষর প্যাটেলের দৃঢ়তায় প্রতিপক্ষকে বড় লক্ষ্য দিতে সক্ষম হয় পাঞ্জাব।
পাঞ্জাবের হয়ে আমলা ৪০ বলে ৯টি চারের সাহায্যে সর্বোচ্চ ৬৫ রান করেন। এছাড়া অাক্সার প্যাটেল ১৭ বলে ৩৪, ম্যাক্সওয়েল ১৮ বলে ৩১ ও মার্শ করেন ২৪ বলে ৩০ রান।
গুজরাটের হয়ে অ্যান্ড্রু টাই সর্বোচ্চ দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন শুভম আগারওয়াল, নাথু সিং, রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন স্মিথ।
৬ ম্যাচের চারটিতে হেরে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। অন্যদিকে সমান ম্যাচ খেলে দুটিতে জিতে আট দলের টুর্নামেন্টে সবার শেষে অবস্থান গুজরাটের।