নিউজ ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের ম্যাচে হ্যাটট্রিক করে মেসির গড়া সাত হ্যাটট্রিকে ভাগ বসিয়েছেন রোনালদো। পা রেখেছেন প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটির নকআউটপর্বে ৫০ গোলের মাইলফলকে। এবার সমর্থকদের উদ্দেশ্যে জানালেন এক আহ্বান। বললেন, ‘দয়া করে আমাকে নিয়ে মাঠে শিস দিবেন না।
ম্যানইউ থেকে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই নিজেকে পরিণত করেছেন দলটির মূল খেলোয়াড় হিসেবে। নাম লিখিয়েছেন ক্লাবের ইতিহাসের সেরা গোলদাতা হিসেবেও। এরপরও মাঠে মাঝে মাধ্যেই সমর্থকদের তিরস্কার শুনতে হয় তাকে। এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের ম্যাচে করেন দুর্দান্ত হ্যাটট্রিক। এরপরই সমর্থকদের শিস না দেওয়ার আহ্বান জানান।
মেগার সঙ্গে আলাপচারিতায় রোনালদো বলেন, ‘আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। তাই আমি শুধু চাই আপনারা আমাকে নিয়ে শিস দিবেন না। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের জালে হ্যাটট্রিকের পর সমর্থকদের প্রতি একই অনুরোধ করেছিলেন রোনালদো।