নিউজ ডেস্ক:
চ্যাম্পিয়নস লীগের হতাশা কাটিয়ে জয়ের ধারায় ফিরেছে জুভেন্টাস ও নাপোলি। ইতালিয়ান সিরি-আ লীগে নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়ে ইন্টার মিলানের সাথে টেবিলের শীর্ষে উঠে এসেছে দল দুটি।
পাওলো দিবালার হ্যাটট্রিকে সাসোলোকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। এই নিয়ে মৌসুমে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন এই তারকা। অন্যদিকে ড্রিয়েস মারটেনসের তিন গোলে নাপোলি ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বেনেভেনটোকে। এর ফলে চার ম্যাচে শতভাগ জয় তুলে নিল নাপোলি ও জুভেন্টাস। দিনের অপর ম্যাচে ইন্টার মিলান ২-০ গোলে ক্রোটোনেকে পরাজিত করে জয়ের ধারা ধরে রেখেছে।
বেনেভেনটো পুরো ম্যাচে কোনোভাবেই নাপোলির সাথে লড়াই করতে পারেনি। শাখতার দোনেতাস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচে ২-১ গোলে পরাজিত হওয়া নাপোলি এই জয়ের পরে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। বেলজিয়ান ফরোয়ার্ড মারটেনস ম্যাচ শেষে বলেছেন, ‘ইউক্রেনে আমাদের ভাগ্য সহায় ছিলনা। শাখতারের বিপক্ষে আমরা বেশ কিছু ভুল করেছি ও আমাদের খেলা খেলতে পারিনি। কিন্তু আজ নিজেদের প্রমাণে সমর্থ হয়েছি। ’
ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যেই ব্রাজিলিয়ান এ্যালান নাপোলিকে এগিয়ে দেন। ১৫ মিনিটে লোরেনজে ইনসিগনে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর মূলত নিয়মিত বিরতিতে নাপোলি জয়ের ব্যবধানই বাড়িয়েছে। ২৭ মিনিটে মারটেনস নিজের প্রথম গোল করার পরে ৬৫ মিনিটে স্পট কিক থেকে দ্বিতীয় গোল করেন। তবে তার আগে ৩২ মিনিটে হোসে ক্যালেয়ন দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। ৯০ মিনিটে আবারো পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন মারটেনস।
গোল ব্যবধানে নাপোলি এখন জুভেস্টাস ও মিলানকে পিছনে ফেলে টেবিলের শীর্ষে উঠে এসেছে। কিন্তু মারটেনস এখনই শিরোপা নিয়ে কথা বলতে রাজী নন। তিনি বলেছেন, এখনও অনেক পথ বাকি। ইন্টার ও জুভও দারুণ খেলছে। আমরা এখন ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।
এদিকে বার্সেলোনার কাছে চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচে ৩-০ গোলে পরাজিত হবার পরে অপ্রতিরোধ্য দিবালার সুবাদে আবারো জয়ের ধারায় ফিরেছে জুভেন্টাস। লীগের চার ম্যাচে ২৩ বছর বয়সী এই আর্জেন্টাইনের গোলসংখ্যা এখন আট। ১৬ মিনিটে মারিও মানজুকিচের সহায়তায় বাম পায়ের জোড়ালো ভলিতে ইতালিয়ান জায়ান্টদের এগিয়ে দেন দিবালা।
বিরতির ঠিক পরপরই সাসোলো গোলরক্ষক আন্দ্রে কনসিগলিকে খুব কাছে থেকে পরাস্ত করেন এই আর্জেন্টাইন। ৬৩ মিনিটে ফ্রি-কিক থেকে মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিক পূরণ করেন দিবালা। ৫১ মিনিটে অবশ্য মাত্তেও পোলিটানো সাসোলোর হয়ে সান্তনাসূচক একটি গোল করেছেন।
জুভেন্টাসের জার্সি গায়ে এটি ছিল দিবালা শততম ম্যাচ। হ্যাটট্রিক পূরণ করে তিনি জুভদের হয়ে ৫২তম গোল করেছেন। ম্যাচ শেষে উচ্ছ্বসিত দিবালা বলেছেন, আমি একটি গোল করতে চেয়েছিলাম, সাথে বাড়তি হিসেবে আরো দুটি এসেছে। আমার দল আমাকে আত্মবিশ্বাস যুগিয়েছে। একইসাথে আমি কোচকেও ধন্যবাদ জানাতে চাই। আমি যেখানে খেলতে চাই সেই পজিশনে খেলার স্বাধীনতা তিনিই আমাকে দিয়েছেন।
কিন্তু দিবালার দুর্দান্ত পারফরমেন্স সত্ত্বেও জুভ কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেছেন, বয়সে তরুণ হওয়ায় এখনও তার উন্নতির অনেক জায়গা রয়েছে।