নিউজ ডেস্ক:
নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। বিকল্পরাও খেলেছেন সামর্থ্য মতো, তবে জিততে পারেনি জিনেদিন জিদানের শিষ্যরা।
রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ের পর ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।
ম্যাচের ১০ মিনিটে আচমকা শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন আসেনসিও। ডি বক্সে দাঁড়ানো সতীর্থদের পাস না দিয়ে হুট করে সরাসরি গোলে শট নেন। ভ্যালেন্সিয়ার গোলরক্ষক বুঝে উঠার আগেই বল জালে জড়িয়ে যায়। আট মিনিট পরেই অবশ্য গোলটি শোধ করে দেয় ভালেন্সিয়া। বাঁ-দিক থেকে ডিফেন্ডার তোনি লাতোর ক্রস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলের।
আক্রমণ-পাল্টা আক্রমণের পর পরবর্তী গোলটি আসে ৭৭ মিনিটে। ফরাসি মিডফিল্ডার কোনদগবিয়া ১৬ গজ দূর থেকে শট করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেয়।
তবে ঘরের মাঠে হারতে নারাজ আসেনসিও। ৮২ মিনিটে ফ্রিক কিক থেকে গোল করে খেলায় সমতা আনেন তিনি। খেলাও শেষ হয় এই ২-২ গোলের সমতাতেই।