নিউজ ডেস্ক:
ব্রাজিলিয়ান তারকা ফুটবলার মার্সেলো ভিয়েরিয়া ডি সিলভার (মার্সেলো) সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তির ফলে সান্তিয়াগো বার্নাব্যুতে ২০২২ সাল পর্যন্ত থাকবেন মার্সেলো।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করবেন মার্সেলো। এরপরই সংবাদ সম্মেলন করবেন এই লেফট-ব্যাক।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে অ্যাপোয়েলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের বিপেক্ষ খেলতে নামবেন মার্সেলো। তবে গত শনিবার লেভান্তের এক খেলোয়াড়কে লাথি মারার ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় লা লিগার পরের দুটি ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল বেটিসের বিপক্ষে খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা।
২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর এখন পর্যন্ত ক্লাবটির হযে ৪১৫ ম্যাচ খেলেছেন মার্সেলো। নতুন চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারলে আইডল রবার্তো কার্লোসের গড়া বিদেশি খেলোয়াড় হিসেবে রিয়াল জার্সিতে সর্বোচ্চ ৫২৭টি ম্যাচ খেলার রেকর্ড ভাঙতে পারবেন মার্সেলো। আপাতত রিয়াল সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি।