নিউজ ডেস্ক:
রজার্স কাপের ফাইনালে জার্মান প্রতিপক্ষ আলেকজান্ডার জেভারভের কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন রজার ফেদেরার। রজার্স কাপ জিতে ইউএস ওপেনের আগে প্রস্তুতি ভাল মতোই সেরে রাখতে চেয়েছিলেন ফেদেরার।
অপর দিকে জেভারভের লক্ষ্য ছিল প্রতিপক্ষ রজারকে হারিয়ে ইউএস ওপেনের আগে হারানো সম্মান পুনরুদ্ধার করা। শেষে ৬-৩, ৬-৪ সেটে হার স্বীকার করতেই হল বিশ্ব টেনিসের অন্যতম তারকা ফেডেরারকে।
তবে, হেরেও এদিন ভেঙে পড়েননি ফেদেরার। ম্যাচ শেষে তিনি বলেন, “ভাল খেলেই জিতেছে জাভেরভ। আজ আমি খেলতে পারিনি। তবে এ বিষয়ে মোটেও চিন্তিত নই। উইম্বলডন এবং অস্ট্রেলিয়ান ওপেন জিতেছি। ইউএস ওপেনে ভাল ফলের বিষয়ে আশাবাদী আমি। ”
বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর উইম্বলডনের আসরে সেরার খেতাব জয়, চলতি মৌশুমের একের পর এক কৃতিত্ব অর্জন করেছেন ফেদেরার। সেখানে রজার্স কাপে হারটা পচা শামুকে পা কাটার মতো করেই দেখছে গোটা টেনিস বিশ্ব। ইউএস ওপেনে ফেডেরার যে ঘুরে দাঁড়াবেন, সেই বিষয়ে আশাবাদী লাখো লাখো টেনিস সমর্থক।