নিউজ ডেস্ক:
গত বছরের জুলাইয়ে কর ফাঁকি মামলায় বার্সেলোনা আদালতে দোষী সাব্যস্ত হন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। একই মামলায় দোষী সাব্যস্ত হন তার বাবা জর্জ হোরাসিও মেসিও। দু’জনেরই ২১ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই স্প্যানিশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বার্সা তারকা। কিন্তু, শেষরক্ষা হল না। মেসির ২১ মাসের কারাদণ্ডের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। তবে, মেসির বাবার কারাদণ্ডের মেয়াদ ২১ মাস থেকে কমিয়ে ১৫ মাস করা হয়েছে। একই সঙ্গে মেসিকে ২০ লাখ এবং তার বাবাকে ১৫ লাখ ইউরো জরিমানা করা হয়েছে।
এদিকে, কারাদণ্ড বহাল থাকলেও হাজতবাস সম্ভবত করতে হচ্ছে না মেসির। স্প্যানিশ আইন অনুযায়ী, ‘নন ভায়োলেন্ট’ আইনে কারও যদি প্রথমবার সাজা হয়, সেক্ষেত্রে ২৪ মাস পর্যন্ত কারাদণ্ড হলে তাঁকে জেল খাটতে হয় না। এক্ষেত্রে জরিমানা পরিশোধের মাধ্যমে পার পেতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।