নিউজ ডেস্ক:
২০১৪ জার্মানি যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তখন দলে ছিলেন ফিলিপ লাম, সোয়ানস্টাইগার, মেসুত ওজিল, টমাস মুলারের মতো তারকারা। মাঝের তিন বছরে রাইন দিয়ে বয়ে গেছে অনেক জল। অবসর নিয়েছেন লাম-সোয়ানস্টাইগা। দলে নেই ওজিল-মুলার। ২০১৮ বিশ্বকাপের কথা ভেবে এবারের কনফেডারেশন কাপে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন কোচ জোয়াকিম লো।
একটা আনকোরা দল নিয়েই রাশিয়া এসেছিলেন বিশ্বকাপজয়ী কোচ। এই দল নিয়ে তারা ভালো ফল করতে পারবে কিনা সেটা নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন জার্মান ফুটবল বিশেষজ্ঞরা। কিন্তু মেক্সিকোকে ৪-১ হারিয়ে দল ফাইনালে তাদের সেই দ্বিধা কেটে গেছে। এখন তারাই বলছেন, এই জার্মান দল যদি কনফেডারেশন কাপ না পায় সেটাই হবে সবচেয়ে বড় অঘটন।
অন্যদিকে চিলিও টানা তৃতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা জেতার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। সেমিফাইনালে তারা হারিয়েছে ইউরো চ্যাম্পিয়ন সিআর সেভেনের পর্তুগালকে। শেষ চারের ওই ম্যাচে রোনাল্ডোকে সে’ভাবে দাঁত ফোটাতে দেননি চিলির ডিফেন্ডাররা। দলের দুই পরিচিত মুখ স্যাঞ্চেজ এবং ভিদালও ভালোই ছন্দে রয়েছেন। তাই চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভয় পাচ্ছেন না তারা।
শনিবার প্র্যাকটিসের পর সেমিফাইনালের নায়ক দলের ক্যাপ্টেন ব্রাভো বলেন, আমরা ভয়-ডরহীন ফুটবল খেলি। তাই নিজেদের প্রতিপক্ষকে নিয়ে ভাবছি না। দেশের জন্য খেলতে এসেছি। আমাদের খেলা দেখে দেশের লোক এটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।