পাকিস্তান সুপার লিগ চলার সময় সন্দেহজনক আচরণের পাশাপাশি দুর্নীতিবিরোধী নিয়ম ভঙ্গ করায় উমর আকমলকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তখনই এই রায়ের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করেছিলেন এই ব্যাটসম্যান, যার রায় এসেছে বুধবার। রায় অনুযায়ী আকমলের শাস্তির মেয়াদ তিন বছর থেকে অর্ধেক কমিয়ে দেড় বছর করা হয়েছে।
আকমলের আপিলের বিচারকার্য পরিচালনা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক ফকির মোহাম্মদ খোকর। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন উমর আকমল। এই ব্যাটসম্যানের বর্তমান নিষেধাজ্ঞার মেয়াদ হচ্ছে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত।
এর আগে এবারের পিএসএলে বেশ কয়েকবার সন্দেহজনক কাজ করেন আকমল। সেসময় বোর্ড থেকে জেরা করা হলে সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। এছাড়া প্রথমে অপরাধ স্বীকার করলেও এক পর্যায়ে উল্টো বোর্ডের দিকেই আঙ্গুল তুলে বসেন এই ব্যাটসম্যান। তখন তিন বছরের জন্য তাকে নিষেধাজ্ঞা দেয় পিসিবি।
নিষেধাজ্ঞা পাওয়ার পর মে মাসে এর বিরুদ্ধে আইল করেছিলেন আকমল। সেখানে শাস্তি কমানোর আবেদন করেন তিনি, যার রায়ে বেশ বড় সময়ের জন্য শাস্তির হাত থেকে বাঁচলেন এই ক্রিকেটার।