নিউজ ডেস্ক:
ক্লে কোর্টের রাজা। ফ্রেঞ্চ ওপেনের শিরোপাটা নয়বার উঁচিয়ে ধরতে পারাটাই তার বড় প্রমাণ। রোঁলা গ্যারোয় এবারও অপ্রতিরোধ্য নাদাল। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলেই ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। লা ডেসিমা জয় থেকে আর মাত্র এক ম্যাচ দূরে রাফায়েল নাদাল।
রবিবার মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনালে স্প্যানিশ এই টেনিস তারকা স্টানিস্লাস ওয়ারিঙ্কার মুখোমুখি হবেন। টেনিসের মেজর টুর্নামেন্টের ফাইনালে সর্বশেষ ২০১৪ সালে একে অপরের মুখোমুখি হয়েছিলেন তারা। দীর্ঘদিনের অপেক্ষার পর আরেকটি ফাইনাল খেলতে কোর্টে নামছেন ওয়ারিঙ্কা-নাদাল।
ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল জয়ের পর তিন বছর আগের সেই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের দুঃখের স্মৃতিও টেনে আনলেন নাদাল। তিনি বলেন, অস্ট্রেলিয়ান ওপেনের সেই ফাইনালে ওয়ারিঙ্কা খুব ভালো খেলছিল। তবে আমি যদি, ইনজুরিতে না পড়তাম তাহলে হয়তো ফলাফলটা ভিন্ন কিছুও হতে পারতো। কিন্তু তার আগে থেকেই সে ভালো খেলছিল। গুরুত্বপূর্ণ ম্যাচে সে রাজত্ব করতে ভালোবাসে। তাছাড়া সে সবসময়ই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।