নিউজ ডেস্ক:
শনিবার সন্ধ্যায় ধোনি যখন অবসরের সিদ্ধান্ত জানান সেসময় ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের ধারাবিবরণী দিতে স্কাই স্পোর্টসের কমেন্ট্রি বক্সে ছিলেন ওয়ার্ন। তার পাশে ছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তাকেই নিজের আকাঙ্ক্ষার কথা জানান ওয়ার্ন।
আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অবদান নিয়ে আলোচনা করার সময় ওয়ার্ন বলেন, দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের জন্য ধোনিকে পাব কিনা ভাবছি। হেই এম এস, তুমি কি আইপিএলের বাইরে অন্য কোথাও খেলতে চাও? আগামী বছর লর্ডসে লন্ডন স্পিরিটের হয়ে খেলতে চাও?
সাবেক অজি লেগির এমন কথার জবাবে আকরাম বলেন, ওয়ার্নি, আমি যদি ধোনি হতাম তাহলে জিজ্ঞেস করতাম আমাকে দলে নেয়ার জন্য তুমি কত বাজেট রেখেছ?
আকরামের প্রশ্নের উত্তরে ওয়ার্ন বলেন, আমি অবশ্যই তোমার জন্য বাজেট খুঁজে বের করব, এমএস!
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, ভারতের বর্তমান বা সাবেক কোনো ক্রিকেটার দেশের বাইরে কোনো লিগে খেলতে পারবেন না। অবশ্য হাতে গোনা কিছু ক্ষেত্রে ক্রিকেটারদের বাইরের লিগে খেলার অনুমতি দেয়ার নজির আছে বিসিসিআইয়ের।