নিউজ ডেস্ক:
টেনিসের সবচেয়ে মর্যাদাকর আসর ও ঘাসের কোর্টের গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার ও নোভাক জকোভিচ।
অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে দ্বিতীয় সেট চলাকালে প্রতিপক্ষ ইউক্রেনের আলেকজান্ডার দোলগোপোলোভ চোট পেলে ওয়াক-ওভার পান সুইস সুপারস্টার ফেদেরার। এর আগে প্রথম সেট ৬-৩ গেমে জেতেন ১৮টি গ্র্যান্ডস্ল্যামের মালিক।
একই ফল পেয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। দ্বিতীয় সেট চলাকালে চোটের কারণে নাম প্রত্যাহার করেন স্লোভাকিয়ার মার্টিন ক্লিজান।
নারী এককে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন অ্যাঞ্জেলিক কারবার, ক্যারোলিন ওজনিয়াকি, ক্যারোলিনা পলিসকোভা ও আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা।
যুক্তরাষ্ট্রের ইরিনা ফ্যালকোনিকে ৬-৪ ও ৬-৪ সেটে হারান জার্মান তারকা কারবার। আর রাশিয়ার এভগেনিয়া রোদিনাকে ৬-১ ও ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন চেক তারকা পলিসকোভা।
এর আগে শিডিউল বিপর্যয় ও আনফিট খেলোয়াড়দের সুযোগ দেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে উইম্বলডন কর্তৃপক্ষ।