নিউজ ডেস্ক:
পাওলো দিবালার নৈপুণ্যে জেনোয়ার বিপক্ষে শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ার পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর জয় পেয়েছে ইতালীয় ক্লাব জুভেন্টাস।
সেরি আর সফলতম ক্লাবটির ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
শনিবার প্রতিপক্ষের মাঠে প্রথম সাত মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়ে জুভেন্টাস। প্রথম মিনিটেই বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের আত্মঘাতী গোলের পর সপ্তম মিনিটে পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ করেন বুলগেরিয়ার ফরোয়ার্ড আন্দ্রে গালাবিনোভ।
চতুর্দশ মিনিটে পিয়ানিচের কাটব্যাক পেয়ে ডান পায়ের শটে ব্যবধান কমান দিবালা। আর বিরতির আগে সফল স্পটকিকে দলকে সমতায় ফেরান তরুণ ফরোয়ার্ড। ৬২তম মিনিটে দলকে এগিয়ে দেন হুয়ান কুয়াদরাদো। বল নিয়ে ডান দিক থেকে ডি-বক্সে ঢুকে সঙ্গে লেগে থাকা এক জনকে কাটিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন কলম্বিয়ার এই মিডফিল্ডার।
আর যোগ করা সময়ে স্বদেশী গনসালো হিগুয়াইনের পাস পেয়ে এক জনকে কাটিয়ে কোনাকুনি শটে হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি জয় নিশ্চিত করেন দিবালা। দুই জয়ে টানা ছয়বারের শিরোপা জয়ী জুভেন্টাসের পয়েন্ট ৬।