নিউজ ডেস্ক:
ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসনের ইন্টারভিউ নিতে দেখা গিয়েছিল রাহুল দ্রাবিড়কে। নানা মজাদার এবং অজানা কাহিনি শোনা গিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলসের গুরু এবং দুই ছাত্রের কথোপকথনে।
এ বার কিংগস ইলেভেন পঞ্জাবের ‘কুইন’ প্রীতি জিন্টার মুখোমুখি হলেন তাঁর দলের দুই ম্যাচউইনার। সন্দীপ শর্মা এবং অক্ষর পটেল। ম্যাচের সেরা সন্দীপকে প্রীতি ডাকেন ‘স্যান্ডি’ বলে। আর অক্ষরের ডাকনাম ‘অ্যাক্সি’। আইপিএল ওয়েবসাইটের জন্য ইন্টারভিউ নিতে এসে শুরুতেই সুন্দরী প্রীতি জিজ্ঞেস করলেন তাঁর প্রধান পেস অস্ত্রকে, ‘‘স্যান্ডি, বলো তুমি আজ কাকে কাকে আউট করেছ?’’ সন্দীপ বলতে শুরু করলেন, ‘‘ক্রিস গেল, বিরাট কোহালি, এ বি ডিভিলিয়ার্স। ম্যাচের আগে শুয়ে শুয়ে ভাবছিলাম, যদি এই তিন জনকে আউট করতে পারি!’’
বিরাট কোহালিদের দুঃস্বপ্ন শুক্রবার রাতে আরও বাড়িয়ে দিয়ে গেলেন প্রীতির দলের এই দুই ক্রিকেটার। সন্দীপ শর্মা নতুন বলে ভয়ঙ্কর হয়ে উঠলেন। আর অক্ষর ব্যাটে-বলে উল্লেখযোগ্য অবদান রেখে ক্রমশ বাড়িয়ে তুলছেন ভারতীয় দলে ফেরার দাবি। উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল মালকিনের গলাতেও। ‘‘অ্যাক্সি, বার বার তুমি এত ভাল কী করে খেলো? রান করছ, উইকেট পাচ্ছ। ইউ আর আ চ্যাম্পিয়ন।’’
এর পরেই লাজুক সন্দীপ শর্মাকে নিয়ে দারুণ এক কাহিনি শোনাতে চান বলিউড অভিনেত্রী। ম্যাচের আগে সন্দীপ শর্মা তাঁর কাছে টিকিট চাইতে এসেছিলেন। তার পর কী হল? প্রীতি বলে চলেন, ‘‘একেবারে শেষ মুহূর্তে ও এল আমার কাছে টিকিট চাইতে। তখন ম্যাচের আর কিছুক্ষণ বাকি। আমি বললাম, টিকিট দিচ্ছি। কিন্তু তুমি আমাকে কী দেবে বলো?’’ এর পর প্রীতির কথায়, ‘‘তখনই স্যান্ডি আমাকে বলে তিন উইকেট উপহার দেবে।’’ পাশে দাঁড়ানো স্যান্ডি ঘাড় নেড়ে সম্মতি দিলেন। তার পরেই আবার প্রীতি বলে উঠলেন, ‘‘আসলে ও বলেছিল, চার উইকেট দেবে। পেয়েছে তিনটে। কিন্তু যে তিনটে উইকেট পেয়েছে সেগুলো সব ক’টাই তো যে কারও স্বপ্নের উইকেট। আর কী চাওয়ার থাকতে পারে আমার!’’
তাঁর দুই ভারতীয় ক্রিকেটারের দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত পঞ্জাব মালকিন। বলতে থাকেন, ‘‘এটাই হচ্ছে আইপিএলের আসল উপহার। দেখে ভাল লাগছে যে, স্যান্ডি আর অ্যাক্সির মতো ক্রিকেটারেরা ম্যাচ জেতাচ্ছে।’’ দুই ক্রিকেটারের দিকে তাকিয়ে এর পর বলে গেলেন, ‘‘দেখো, তোমরা আজ শিখলে যে, ইতিবাচক ভাবনার শক্তি কী করতে পারে। এটা মাথায় রাখবে।’’ প্লে-অফে কোয়ালিফাই করতে গেলে প্রীতির মন্ত্র সত্যিই মাথায় রাখতে হবে সন্দীপ-অক্ষরদের।