চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন

0
7

নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ
নিউজ ডেস্ক:নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মর্সূচি পালন করেছে শিক্ষকরা। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মর্সূচি পালন করেছে শিক্ষকরা। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।চুয়াডাঙ্গা: নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষকরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহীদ মিনারের সামনে (কলেজের প্রধান ফটকে) এ মানববন্ধন ও এক ঘন্টার কর্মবিরতি করে তারা।এ সময় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগিয় প্রধান ড. মো. ইনাম হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার রোকনুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম, রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মনিরুজ্জমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মকছুদুল হক খান চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান হেমায়েত আলি, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মমিনুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মহসিন কবির, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদুল হাসান। মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচিতে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারি অধ্যাপক ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ড. আনোয়ারুল ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মেহেরপুর:

মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বর্তমান নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, মেহেরপুর সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে শিক্ষকরা ওই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র মেহেরপুর জেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক খেজমত আলী মালিথা, কলেজ শাখা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফুয়াদ খান, সহযোগী অধ্যাপক আব্দুল আজিজ, শিক্ষক কাবিল উদ্দিন, মীর মাহফুজ, জিয়াউল হক, বশির উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার নিজ কক্ষে মুখোশধারী সন্ত্রাসীদের হামলার শিকার হন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলাম।