নিউজ ডেস্ক:
জার্মান ডিএফবি পোকালের সেমিফাইনালে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বুরুশিয়া ডর্টমুন্ড। আর এ জয়ের ফলে দেশটির ঘরোয়া দ্বিতীয় সর্বোচ্চ আসরে টানা চতুর্থবার শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিত করে রেকর্ড গড়লো দলটি।
ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও শেষ চার থেকে বিদায় নিতে হলো কার্লো আনচেলত্তি শিষ্যদের।
ডর্টমুন্ডের পক্ষে গোল তিনটি করেন-মার্কো রিয়াস, পিয়েরে-এমরিক ও ওসুমান দেমবেল। এছাড়া স্বাগতিক বায়ার্নের হয়ে গোল করেন জাভি মার্টিনেজ ও ম্যাট হ্যামেলস।
আগামী ২৭ মে ইনট্রাচ্ট ফ্র্যাঙ্কফুটের বিপক্ষে ফাইনালে খেলবে ডর্টমুন্ড।