নিউজ ডেস্ক:
শ্রীলংকার বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি টি২০ সিরিজে বাদ দেয়া হয়েছে যুবরাজ সিংকে। ওয়ানডে ও টি২০ সিরিজে রবীচন্দ্র অশ্বীন, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, মোহাম্মদ সামিকেও বিশ্রামে রাখা হয়েছে।
কিন্তু আলোচনা বেশি হচ্ছে ৩৫ বছরের যুবরাজ সিংকে নিয়েই। বলা হচ্ছে তার সময় পুরিয়ে এসেছে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, বাদ দেয়ার মাধ্যম নির্বাচকরা তাকে প্রথমবারের মতো একটি সরাসরি বার্তা দিয়ে দিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩২ বলে ৫৩ করেছিলেন। এরপরের ছয় ইনিংসে একটা হাফ সেঞ্চুরি করতে পারেননি যুবরাজ সিং। তাই ২০১৯ সালের বিশ্বকাপে টিম ইন্ডিয়াতে তিনি যে থাকছেন না, শ্রীলংকা সিরিজে বাদ পড়ায় সেই গুঞ্জন এরইমধ্যে শুরু হয়ে গেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজে ১৫ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন কর্নাটকের আকসার প্যাটেল, জাসপ্রীত বুমরা, কে এল রাহুল, মনিশ পান্ডে, যুবেন্দ্র চাহাল, রোহিত শর্মা, মুম্বাইয়ের শারদাল ঠাকুর।
আগামী ২০ আগস্ট ডাম্বুলায় শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুটি ওয়ানডের জন্য ভারতীয় দল ক্যান্ডিতে ফিরে আসবে। সিরিজের শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে কলম্বোতে। একমাত্র টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে।