নিউজ ডেস্ক:
কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমান ব্যাটসম্যানরা যথেষ্ঠ মেধাবী। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ ব্যাটসম্যানদের মধ্যে থাকতে চাইলে বাধা কাটিয়ে তাদের জেগে উঠতে হবে।
লারা বলেন, ওয়েস্ট ইন্ডিজকে অবশ্যই যুব দল থেকে জাতীয় পর্যায়ে মেধা পরিবর্তনের একটা পথ বের করতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে ১৭ আগস্ট তিন টেস্টের সিরিজ শুরু করবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
একটি জাদুঘরের এক অনুষ্ঠানে লারা বলেন, একজন ব্যাটসম্যান যখন ক্যারিয়ারের শুরুতেই ভাল পারফরমেন্স করে প্রতিপক্ষ তখন স্বাভাবিকভাবেই তাকে পরাস্ত করতে একটা পথ আবিস্কারের চেষ্টা করবে।
তিনি বলেন, আমাদের সামনে অনেক উদাহরণ আছে যে ছেলেরা ক্যারিয়ারের শুরুতেই টেস্ট ক্রিকেট শুরু করে, খুবই ভাল পারফর্ম করে এবং হঠাৎ করেই পথ হারিয়ে ফেলে। আপনি যখন আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতায় নামবেন তখন মেধা থাকে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ। বিশ্বের সব জায়গাতেই মেধা আছে, কিন্তু যাদের মানসিক শক্তি আছে তারাই সকল বাধা অতিক্রম করে দিন শেষে পারফরর্ম করবে এবং সাফল্য পাবে। এক মিনিটেই হয়তোবা সকলে আপনার প্রশংসা করবে। আপনি যদি এ সকল বাধা অতিক্রম করতে না পারেন এবং জেগে উঠে সামনে এগোতে না পারেন, তাহলে সাফল্য পাবেন না।