নিউজ ডেস্ক:
বল হাতে ঢাকা ডাইনামাইটসকে একাই ধসিয়ে দিইয়েছেন হাসান আলী। তার বোলিং তাণ্ডবে ঢাকা ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে তুলেছে ১২৮ রান।
হাসান আলী নিয়েছেন ৫ উইকেট। তবে ঢাকার ইনিংসের ১৬তম ওভারে হাসান আলীর বোলিংয়ের সময় ঘটলো এক অঘটন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই পাকিস্তানি পেসার ইনংসের শুরুতেই ঢাকা ডাইনামাইটসের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। ইনিংসের ১৬তম ওভারে তার তৃতীয় শিকার হন মোসাদ্দেক হোসেন।
এরপরই ঘটে সেই ঘটনা। মোসাদ্দেককে সরাসরি বোল্ড করে সাজঘরের দিকে হাত ইশারা করেন হাসান আলী। মোসাদ্দেক তার দিকে তাকালে দ্বিতীয়বার একই কাজ করেন। এতেই মোসাদ্দেক মেজাজ ধরে রাখতে পারেননি। দাঁড়িয়ে পড়েন সঙ্গে সঙ্গে।
তখন তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়।
তবে পরিস্থিতি খারাপ হবার আগেই দৌঁড়ে আসেন কুমিল্লা অধিনায়ক তামিম ইকবাল। বলা যায় একপ্রকার ঠেলেই মোসাদ্দেককে মাঠ থেকে বাইরের দিকে নিয়ে যান তামিম। তবে তামিমের কাছেও অভিযোগের ভঙ্গিতে কিছু বলতে দেখা যায় মোসাদ্দেককে।