নিউজ ডেস্ক:
এস্পানিওলকে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর বাজে রেকর্ডের ম্যাচে রিয়াল মাদ্রিদের ‘বার্নাব্যু জয়ের নায়ক’ হলেন ইস্কো।
তারই পায়ের জাদুতে এবারের লা লিগায় নিজেদের মাঠে প্রথম জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এস্পানিয়লকে হারিয়েছে ২-০ গোলে। গতকাল রবিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে দুই অর্ধে একটি করে গোল করেন ইস্কো।
খেলা শুরুর ৩০তম মিনিটে ইসকোর পা থেকে প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। রোনালদোর বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোলরক্ষকের পাশ দিয়ে জালে জড়ান স্পেনের এই মিডফিল্ডার। ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইস্কো। বাঁ থেকে মার্কো আসেনসিওর বাড়ানো বল ধরে ১৬ গজ দূর থেকে জোরালো শটে গোলটি করেন ছন্দে থাকা এই খেলোয়াড়। সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ।