নিউজ ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাণ্ডব চালিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ। টি-টোয়েন্টি ফরমেটে পাকিস্তানের জার্সিতে ইতিহাস রচনা করেছেন এই তরুণ।
ফাহিমের কীর্তির দিন ২ উইকেটে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করে তার দল। ৩ ওভার বল করে এই পেসার দিয়েছেন মাত্র ১৬ রান।
শুক্রবার আবুধাবিতে ১৯তম ওভারে শুরু হয় ফাহিমের দুর্ধর্ষ বোলিং। ওভারের চতুর্থ বলে তার প্রথম শিকার হন উদানা। মাত্র ৬ রানে হাসান আলির তালুবন্দি হন তিনি। পরের বলে আবারও আঘাত হানেন তিনি। এবার মাত্র ১ রানে এলবিডব্লিউ করে ফেরান সানাকাকে। আর তার পরের বলেই আসে কীর্তি গড়ার সেই মুহূর্ত। আজমের হাতেবন্দি হন ক্রিজে আসা উদায়াত বাবর।
ফাহিমের হ্যাটট্রিকের উল্লাসে তখন ভাসছে পুরো পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে আরও কয়েকবার এই সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি কোনো পাকিস্তানী বোলার। পর পর দু’টি উইকেট পেলেও তৃতীয় উইকেটটি আর ধরা দেয়নি ঝুলিতে।
টি-টোয়েন্টি ফরমেটে হ্যাটট্রিকের তালিকায় ফাহিম ছাড়াও আছেন আরও পাঁচজন। তারা হলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও থিসারা পেরারা, নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম ও টিম সাউদি এবং অস্ট্রেলিয়ার ব্রেট লি।