নিউজ ডেস্ক:
মাত্র দেড় বছর ধরে রিয়াল মাদ্রিদের কোচিং করাচ্ছেন ক্লাবের প্রাক্তন কিংবদন্তি জিনেদিন জিদান। ফুটবলার হিসেবে যাবতীয় সাফল্য পেয়েছেন তিনি। কোচিংয়েও ট্র্যাক রেকর্ড এখনই ঈর্ষণীয়। গতবছর ৯ জানুয়ারি রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ দিয়েছিলেন জিজু। ঠিক ৫১২ দিনের মাথায় ফের রিয়ালকে ইউরোপের সেরা ক্লাবের সম্মান দিলেন। এর মাঝে লা লিগা, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ দিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বে শেষ কয়েকটা বছর রাজত্ব করছে তাঁর খেলোয়াড়রা। কার্ডিফে শেষ হাসি হেসে জিজু বলছেন, এটা আমাদের জন্য দুর্দান্ত একটা বছর। আমি সব ফুটবলারকে শুভেচ্ছা জানাতে চাই। আমি জানতাম এরকম ভাবে কাজ করলে সাফল্য আসবেই।
এর মাঝেই জিজুকে জিজ্ঞাসা করা হয়, আপনিই কি বিশ্বের সেরা কোচ এখন? লাজুক হাসিতেই প্রাক্তন বিশ্বকাপ জয়ী জিদান বলেন, না, না, একেবারেই তা নয়। আমি অত্যন্ত খুশি। একটা অদ্ভূত তৃপ্তি আসছে ভেতর থেকে। এখন আমাদের আনন্দ করার সময় ৷ এদিকে মাঝখানে শোনা যাচ্ছিল, এই জিদানকেই ছেঁটে ফেলতে পারে রিয়াল।