নিউজ ডেস্ক:
দুর্দান্ত ফর্মে আছে চেলসি। সামনে যাকেই পাচ্ছে পুরোপুরি বিধ্বস্ত করছে ব্লুজরা। দিশেহারা এক চেলসির দায়িত্ব নিয়ে এখন ইতিহাস গড়ার পথে অ্যান্টনিও কন্তে। আর এমন সাফল্যে চেলসি বস যেন নিজেকে আবিষ্কার করেছেন নতুন রূপে। প্রিমিয়ার লিগে এভারটনকে ৩-০ গোলে হারিয়ে তিনি বলেছেন, ‘আমি জানি ম্যাচের সময় আমি একটা পশু!’
রোববার রাতে মাঠের ভেতরই ছেলেদের সঙ্গে বুনো উল্লাসে মাতেন কন্তে। প্রিমিয়ার লিগের শেষ চার ম্যাচের তিনটি জিতলেই শিরোপা নিজেদের করবে চেলসি। এসময় ৪৭ বছর বয়সী এই কোচ বলেন, ‘দুটো অ্যান্টনিও আছে। দুজন দুরকম। ’ নিজের উচ্ছাসে বর্ণনায় তিনি আরও বলেন, ‘ম্যাচের পর অবশ্যই আমি শান্ত হব। কিন্তু জয়ের পর খেলোয়াড়দের সঙ্গে উদযাপন করাটা খুব ভালো বলে মনে করি। এ জন্যই আমি বেঁচে আছি। ’
নিজেদের ৩৫তম ম্যাচে খেলতে নেমে এভারটনের বিপক্ষে প্রথমার্ধ গোল শূন্য থাকলেও বিরতির পর ৬৬ তম মিনিটে পেদ্রোর দুর পাল্লার শটে প্রথম গোলের মুখ দেখে চেলসি। এভারটন কিছু বোঝে ওঠার আগেই মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন দলের ইংলিশ ডিফেন্ডার গ্যারি কাহিল। আর ম্যাচের নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে তৃতীয় গোলটি করে জয়ের ব্যবধানকে বাড়িয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান।