নিউজ ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপের অভিযান শুরুর আগেই ধাক্কা খেল জার্মানি৷ প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়ার কাছে ১-২ ব্যবধানে হেরে গেল ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলটি৷
শেষ দশবারের সাক্ষাতে এই প্রথম জার্মানিকে হারাতে পারল মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়া৷ ৩২ বছর পর জার্মানদের হারিয়ে নজির লিখে ফেলল ফ্রাঙ্কো ফোডার শিষ্যরা৷ খারাপ আবহাওয়ার জন্য এদিন ১ ঘন্টা ৪০ মিনিট পরে ম্যাচ শুরু হয়৷
প্রথমার্ধে ওজিলের গোলে শুরুটা ভাল করলেও প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে দাগ কাটতে পারেনি জার্মান আক্রমণ৷ উল্টে ঘরের মাঠে বার বার প্রতি আক্রমণে ঝড় তুলে গতবারের চ্যাম্পিয়নদের বন্দি করে রাখে অস্ট্রিয়া৷ পিছিয়ে পড়ে প্রথমে ৫৩ মিনিটে দুরন্ত ভলিতে মার্টিন হিন্টারেগারের গোল শোধ করে অস্ট্রিয়া। এরপর ৬৯ মিনিটে আলেকজান্দ্রোর গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া৷ ৷
এদিন মুলার, ম্যাটস হুমেলস, টনি ক্রুসদের বিশ্রাম দেন জার্মান কোচ৷ ক্লাব মৌসুম শেষ হওয়ার পর পর্যাপ্ত বিশ্রাম দিতেই তাদের ম্যাচের বাইরে রাখেন লো৷ চোট সারিয়ে অস্ট্রিয়ার বিরুদ্ধে এদিন কামব্যাক করলেন ম্যানুয়েল ন্যয়ার৷
উল্লেখ্য এফ গ্রুপের লড়াইয়ে ১৭ জুন মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ অভিযান শুরু করবে জার্মানি৷