বৃহস্পতিবার | ২২ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়, খালেদা জিয়ার জন্য দোয়া হ্যাঁ ভোটের পক্ষে থাকার আহ্বান Logo প্রতীক বরাদ্দের পর নেতা-কর্মীদের উচ্ছ্বাস সুফিবাদী সমাজ ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হোন — মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo সাতক্ষীরার ৪টি আসনে ২০ চূড়ান্ত প্রার্থীর প্রতীক বরাদ্দ Logo খুবিতে ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo প্রতীক পেলেন চাঁদপুরের পাঁচ আসনের ৩৫ প্রার্থী, জমে উঠছে নির্বাচনী মাঠ Logo সংসদ নির্বাচন: ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

পার্পল ও অরেঞ্জ ক্যাপ জেতায় ফাইনাল হেরেছে গুজরাট।

  • আপডেট সময় : ১০:৫০:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • ৮৩৩ বার পড়া হয়েছে

আইপিএলে নাম লিখিয়েই প্রথম দুই মৌসুমেই টানা ফাইনাল খেলেছে গুজরাট টাইটান্স। এর মধ্যে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হওয়া ফ্র্যাঞ্চাইজিটি দ্বিতীয় মৌসুমে শিরোপা ছোঁয়া দূরত্ব থেকে ফিরল ব্যর্থ হয়ে। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হার মানে হার্দিক পান্ডিয়ার দল। গুজরাটের হারে পুনরাবৃত্তি ঘটেছে ইতিহাসেরও।

এ এক আশ্চর্য ইতিহাস। এ যেন অভিশাপের তাড়া করে ফেরা। আইপিএলের ষোলোতম আসরের ফাইনালে গুজরাটের লড়াইটা শুধু চেন্নাইয়ের বিপক্ষেই ছিল না, লড়াইটা ছিল ইতিহাস বদলে দেওয়ারও। কিন্তু ব্যর্থ হার্দিক পান্ডিয়া অভিশাপে কাটা পড়ে। ইতিহাস বলছে, আইপিএলে যখন কোনো দলের দুই ক্রিকেটার সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন, সেই দল জিততে ব্যর্থ হয়েছে শিরোপা। অর্থাৎ একই দল থেকে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ বিজয়ী হলে আইপিএলের শিরোপা জিততে পারে না সে দল।

এর প্রথম উদাহরণ মেলে ২০১৩ মৌসুমে। সে বছর চেন্নাই সুপার কিংসের মাইক হাসি সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপ ও সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে ডোয়াইন ব্রাভো জিতে নেন পার্পল ক্যাপ। সে আসরের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হার মানে চেন্নাই।

একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ২০২২ সালেও। সে বছর অরেঞ্জ ক্যাপ জিতে নেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। পার্পল ক্যাপও সেবার রাজস্থানকে উপহার দেন যুঝবেন্দ্র চাহল। সেবার নবাগত গুজরাট টাইটান্সের কাছে হেরে যায় প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান।

এবার সেই ইতিহাস বদলে দিতে ব্যর্থ হলো স্বয়ং গুজরাট। ঘটনাবহুল ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের কাছে হার মানতে হয়েছে তাদের। এবারের অরেঞ্জ ক্যাপের  রেসে সবাইকে টেক্কা দিয়েছেন গুজরাটের শুভমান গিল। ১৭ ম্যাচে ৫৯.৩৩ গড় ও ১৫৭.৮০ স্ট্রাইকরেটে ৮৯০ রান করেছেন ভারতীয় জাতীয় দলের এই ভবিষ্যৎ তারকা। তিনটি শতক ও ৪টি অর্ধশতক হাঁকিয়েছেন শুভমান। আসরের সর্বোচ্চ চারও এসেছে তার ব্যাট থেকে।

সেই সঙ্গে পার্পল ক্যাপও গেছে গুজরাটে। ভারতীয় জাতীয় দলের পেসার মোহাম্মদ শামি এবারের আসরে ১৭ ম্যাচে ২৮ উইকেট নিয়ে জিতেছেন পার্পল ক্যাপ। ওভারপ্রতি ৮.০৩ করে রান দিয়েছেন শামি। 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন

পার্পল ও অরেঞ্জ ক্যাপ জেতায় ফাইনাল হেরেছে গুজরাট।

আপডেট সময় : ১০:৫০:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

আইপিএলে নাম লিখিয়েই প্রথম দুই মৌসুমেই টানা ফাইনাল খেলেছে গুজরাট টাইটান্স। এর মধ্যে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হওয়া ফ্র্যাঞ্চাইজিটি দ্বিতীয় মৌসুমে শিরোপা ছোঁয়া দূরত্ব থেকে ফিরল ব্যর্থ হয়ে। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হার মানে হার্দিক পান্ডিয়ার দল। গুজরাটের হারে পুনরাবৃত্তি ঘটেছে ইতিহাসেরও।

এ এক আশ্চর্য ইতিহাস। এ যেন অভিশাপের তাড়া করে ফেরা। আইপিএলের ষোলোতম আসরের ফাইনালে গুজরাটের লড়াইটা শুধু চেন্নাইয়ের বিপক্ষেই ছিল না, লড়াইটা ছিল ইতিহাস বদলে দেওয়ারও। কিন্তু ব্যর্থ হার্দিক পান্ডিয়া অভিশাপে কাটা পড়ে। ইতিহাস বলছে, আইপিএলে যখন কোনো দলের দুই ক্রিকেটার সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন, সেই দল জিততে ব্যর্থ হয়েছে শিরোপা। অর্থাৎ একই দল থেকে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ বিজয়ী হলে আইপিএলের শিরোপা জিততে পারে না সে দল।

এর প্রথম উদাহরণ মেলে ২০১৩ মৌসুমে। সে বছর চেন্নাই সুপার কিংসের মাইক হাসি সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপ ও সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে ডোয়াইন ব্রাভো জিতে নেন পার্পল ক্যাপ। সে আসরের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হার মানে চেন্নাই।

একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ২০২২ সালেও। সে বছর অরেঞ্জ ক্যাপ জিতে নেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। পার্পল ক্যাপও সেবার রাজস্থানকে উপহার দেন যুঝবেন্দ্র চাহল। সেবার নবাগত গুজরাট টাইটান্সের কাছে হেরে যায় প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান।

এবার সেই ইতিহাস বদলে দিতে ব্যর্থ হলো স্বয়ং গুজরাট। ঘটনাবহুল ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের কাছে হার মানতে হয়েছে তাদের। এবারের অরেঞ্জ ক্যাপের  রেসে সবাইকে টেক্কা দিয়েছেন গুজরাটের শুভমান গিল। ১৭ ম্যাচে ৫৯.৩৩ গড় ও ১৫৭.৮০ স্ট্রাইকরেটে ৮৯০ রান করেছেন ভারতীয় জাতীয় দলের এই ভবিষ্যৎ তারকা। তিনটি শতক ও ৪টি অর্ধশতক হাঁকিয়েছেন শুভমান। আসরের সর্বোচ্চ চারও এসেছে তার ব্যাট থেকে।

সেই সঙ্গে পার্পল ক্যাপও গেছে গুজরাটে। ভারতীয় জাতীয় দলের পেসার মোহাম্মদ শামি এবারের আসরে ১৭ ম্যাচে ২৮ উইকেট নিয়ে জিতেছেন পার্পল ক্যাপ। ওভারপ্রতি ৮.০৩ করে রান দিয়েছেন শামি।