নিউজ ডেস্ক:
জীবাণু বহন করে চলেছে হর্সশু নামে একটি বিশেষ প্রজাতির বাদুড়! সম্প্রতি নেচার পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টে এমনই দাবি করেছেন পেনসিলভ্যানিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা। বিজ্ঞানী মাসিয়েজ় বনির নেতৃত্বে গবেষণা চালিয়ে গবেষকেরা জানিয়েছেন, করোনাভাইরাস প্রথমে এই বাদুড়ের শরীরে বাসা বেঁধেছে। সেখান থেকে ছড়িয়েছে মানুষের দেহে। বিজ্ঞানীদের মতে, ভাইরাসের উৎসস্থল চিহ্নিত করা অত্যন্ত জরুরি। তা না হলে সংক্রমণ ছড়ানো আটকানো যাবে না।
সম্ভাব্য প্রতিষেধক তৈরির দৌড়ে আজ আশার খবর দিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা জনসন অ্যান্ড জনসন। ‘নেচার’ পত্রিকায় একটি রিপোর্টে জানিয়েছে, বাঁদরের দেহে সফল ভাবে ওই প্রতিষেধক পরীক্ষার পরে মানবদেহে ট্রায়াল শুরু হয়েছে। একটি ডোজ়েই সংক্রমিত বাঁদরগুলি সুস্থ হয়ে উঠেছে।




































