বুধবার | ১৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি Logo দায়মুক্তি আইনের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩ Logo নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার Logo ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের Logo কোর্স ফি বৃদ্ধি ও ছাত্র প্রতিনিধি ইস্যুতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

দুর্নীতি-অনিয়ম দেখলে আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫৩:১৩ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

মেহেরপুরে ওজোপাডিকোর নবনির্মিত ৩৩ কেভি লাইনের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
নিউজ ডেস্ক:মেহেরপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নবনির্মিত ৩৩ কেভি লাইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত (চুয়াডাঙ্গা- মেহেরপুর) এ ৩৩ কেভি লাইনের উদ্বোধন করেন।
পরে মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আয়োজনে মেহেরপুর বিদ্যুৎ কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘আগামীতে মেহেরপুর হবে একটি উন্নত জনপদ। এ জন্য আমাদের সব ক্ষেত্রে এগিয়ে থাকতে হবে। আমাদের সন্তানদের সুশিক্ষিত করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুর শেখ কামাল আইটি ইনস্টিটিউট হচ্ছে। জায়গা বরাদ্দ শেষ হয়েছে। যেখান থেকে মেহেরপুরের তরুণেরা আইসিটির ওপর দক্ষতা অর্জন করবে। তিনি আরও বলেন, মেহেরপুর যাতে টেকনিক্যালে এগিয়ে থাকে, তার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভৈরবের দ্বিতীয় অংশের খননের কাজ অচিরেই শুরু হবে। দ্বিতীয় অংশে দুপাড় দিয়ে হাঁটার রাস্তা থাকবে। প্রতিমন্ত্রী বলেন, ‘যে কোনো দুর্নীতি, অনিয়ম দেখলে আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব।’
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘২০১৭ সালের মধ্যে মেহেরপুরে শতভাগ বিদ্যুতায়ন করেছি। সড়কে সড়কে বাতি জ্বলছে। এখন মেহেরপুরে আর কোনো চুরি-ডাকাতির ঘটনা ঘটেনা।’ তিনি বলেন, ‘আজ আরও একটি চাওয়া পূর্ণ করলাম, সেটি হচ্ছে ৩০ কিলোমিটারের ৩৩ কেভি লাইন।’ তিনি আরও বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে পা রেখেছে। নিয়মিত বিদ্যুৎ থাকায় ছেলে-মেয়েদের এখন আর হারিকেন বা মোমবাতির আলোর প্রয়োজন হয় না। গ্রামপর্যায়ে বিদ্যুতের লাইন সম্প্রসারণ করা হয়েছে।
প্রধান অতিথি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলিসির কারণেই বাংলাদেশ প্রবৃদ্ধিতে এক নম্বরে গেছে। আজ বিশ্ব নেতৃবৃন্দ শেখ হাসিনাকে স্যালুট দিচ্ছে তাঁর দুরদর্শিতা, প্রজ্ঞা, মেধা এগুলি দেখে। প্রতিমন্ত্রী বলেন, মুজিবনগর-খ্যাত মেহেরপুর উন্নয়নের জনপদ হিসেবে গড়ে উঠছে। দেশের সব প্রতিষ্ঠানের চোখ এখন মেহেরপুরের দিকে। কারণ, জাতির জনকের নামে দেশে মাত্র একটি স্থানের নাম রয়েছে, সেটি হলো মুজিবনগর। যার কারণে এ জায়গাটির অত্যন্ত গুরুত্ব রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও মেহেরপুর জেলাকে মূল্যায়ন করে চলেছেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিএনপি জোট সরকারের আমলে গাছের পাতা নড়লেই বিদ্যুৎ চলে যেত। বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ ছিল সারা দেশের মানুষ। সেই আমলে দেশে বিদ্যুৎ উৎপাদন হতো মাত্র সাড়ে তিন হাজার মেগাওয়াট। কিন্তু বর্তমান সরকারের আমলে সাড়ে ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ফলে বিদ্যুৎ বিভ্রাট যে কি, তা ভূলতেই বসেছে দেশের মানুষ।
উল্লেখ্য, ৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ৩০ কিলোমিটার ৩৩ কেভির নতুন লাইন স্থাপন করা হয়েছে।
মেহেরপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দীন, মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি ও পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক

দুর্নীতি-অনিয়ম দেখলে আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব

আপডেট সময় : ১২:৫৩:১৩ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০১৯

মেহেরপুরে ওজোপাডিকোর নবনির্মিত ৩৩ কেভি লাইনের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
নিউজ ডেস্ক:মেহেরপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নবনির্মিত ৩৩ কেভি লাইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত (চুয়াডাঙ্গা- মেহেরপুর) এ ৩৩ কেভি লাইনের উদ্বোধন করেন।
পরে মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আয়োজনে মেহেরপুর বিদ্যুৎ কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘আগামীতে মেহেরপুর হবে একটি উন্নত জনপদ। এ জন্য আমাদের সব ক্ষেত্রে এগিয়ে থাকতে হবে। আমাদের সন্তানদের সুশিক্ষিত করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুর শেখ কামাল আইটি ইনস্টিটিউট হচ্ছে। জায়গা বরাদ্দ শেষ হয়েছে। যেখান থেকে মেহেরপুরের তরুণেরা আইসিটির ওপর দক্ষতা অর্জন করবে। তিনি আরও বলেন, মেহেরপুর যাতে টেকনিক্যালে এগিয়ে থাকে, তার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভৈরবের দ্বিতীয় অংশের খননের কাজ অচিরেই শুরু হবে। দ্বিতীয় অংশে দুপাড় দিয়ে হাঁটার রাস্তা থাকবে। প্রতিমন্ত্রী বলেন, ‘যে কোনো দুর্নীতি, অনিয়ম দেখলে আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব।’
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘২০১৭ সালের মধ্যে মেহেরপুরে শতভাগ বিদ্যুতায়ন করেছি। সড়কে সড়কে বাতি জ্বলছে। এখন মেহেরপুরে আর কোনো চুরি-ডাকাতির ঘটনা ঘটেনা।’ তিনি বলেন, ‘আজ আরও একটি চাওয়া পূর্ণ করলাম, সেটি হচ্ছে ৩০ কিলোমিটারের ৩৩ কেভি লাইন।’ তিনি আরও বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে পা রেখেছে। নিয়মিত বিদ্যুৎ থাকায় ছেলে-মেয়েদের এখন আর হারিকেন বা মোমবাতির আলোর প্রয়োজন হয় না। গ্রামপর্যায়ে বিদ্যুতের লাইন সম্প্রসারণ করা হয়েছে।
প্রধান অতিথি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলিসির কারণেই বাংলাদেশ প্রবৃদ্ধিতে এক নম্বরে গেছে। আজ বিশ্ব নেতৃবৃন্দ শেখ হাসিনাকে স্যালুট দিচ্ছে তাঁর দুরদর্শিতা, প্রজ্ঞা, মেধা এগুলি দেখে। প্রতিমন্ত্রী বলেন, মুজিবনগর-খ্যাত মেহেরপুর উন্নয়নের জনপদ হিসেবে গড়ে উঠছে। দেশের সব প্রতিষ্ঠানের চোখ এখন মেহেরপুরের দিকে। কারণ, জাতির জনকের নামে দেশে মাত্র একটি স্থানের নাম রয়েছে, সেটি হলো মুজিবনগর। যার কারণে এ জায়গাটির অত্যন্ত গুরুত্ব রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও মেহেরপুর জেলাকে মূল্যায়ন করে চলেছেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিএনপি জোট সরকারের আমলে গাছের পাতা নড়লেই বিদ্যুৎ চলে যেত। বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ ছিল সারা দেশের মানুষ। সেই আমলে দেশে বিদ্যুৎ উৎপাদন হতো মাত্র সাড়ে তিন হাজার মেগাওয়াট। কিন্তু বর্তমান সরকারের আমলে সাড়ে ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ফলে বিদ্যুৎ বিভ্রাট যে কি, তা ভূলতেই বসেছে দেশের মানুষ।
উল্লেখ্য, ৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ৩০ কিলোমিটার ৩৩ কেভির নতুন লাইন স্থাপন করা হয়েছে।
মেহেরপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দীন, মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি ও পুলিশ সুপার এস এম মুরাদ আলী।