চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ নিরোধ দিবস উদ্যাপন, আলোচনা সভায় ডিসি নজরুল ইসলাম
নিউজ ডেস্ক:‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এ স্লোগানে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে বাল্যবিবাহ নিরোধ দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ স্লোগানে বাল্যবিবাহ নিরোধ দিবস উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘একমাত্র সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ প্রতিরোধ করতে। প্রশাসন গিয়ে জরিমানা করে দিয়ে এলেও পরবর্তী সময়ে লুকিয়ে বিয়ে দিয়ে ফেলা হচ্ছে বলেও খবর পাওয়া যায়। সুতরাং প্রতিটি গ্রামের জনপ্রতিনিধিকেই এ বিষয়ে নিজে সচেতন হয়ে সবাইকে সচেতন করতে পারলেই কেবল বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হবে। সেই সঙ্গে কাজীদের প্রতিজ্ঞা করতে হবে যে, আমরা আর অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েদের বিয়ে পড়াব না। নিজেদের বিবেককে কাজে লাগাতে হবে। কারণ আইনের চেয়েও বেশি কাজ করে আমাদের বিবেক। বাল্যবিবাহ নিরোধে কাজীদের ভূমিকা রয়েছে।’
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম ও মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান। সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা সামসুল হক, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ইমাম প্রতিনিধি মুফতি রুহুল আমিন, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণার্থী ইতি খাতুন প্রমুখ। সমাবেশ কর্মসূচিতে সরকারি-বেসরকারি, জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় বাল্যবিবাহ নিরোধ দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের প্র্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) সীমা সারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে ছালমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন, একাডেমিক সুপারভাইজার ইমরুল কায়েস, প্রকল্প কর্মকর্তা এনামুল হক ও শিক্ষক মিজানুর রহমান।
দামুড়হুদা:
দামুড়হুদা বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে নারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হুসনে জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা মশিউর রহমান, আইসিটির আবিদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার ব্যানবেইজ আব্দুল কাদির, চুয়াডাঙ্গা জেলা ইমাম সমিতির সভাপতি শফিকুল ইসলাম, কাজী কুতুব উদ্দীন প্রমুখ। সমাবেশে বাল্যবিবাহ নিরোধের বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও সমাবেশে শতাধিক নারী উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নারীরা তাঁদের মেয়েদের বাল্যবিবাহ না দেওয়ার অঙ্গীকার করেন।
জীবননগর:
‘শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা’ এ প্রতিপাদ্যে জীবননগরে বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মতেহার হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।