চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:গুজব প্রতিরোধে চুয়াডাঙ্গার বিভিন্নস্থানে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) বলেছেন, ‘সব সময়ই কমবেশি অনেক ধরনের কথা শোনা যায়। মূলত যা ঘটে, তার থেকে অনেক বেশি কিছু রটে। সেগুলোকে বলে গুজব। এ জন্য আপনারা গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করুন। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিন। মনে রাখবেন, গুজব নিছক গুজবই, তা শুনে অযথা দৌঁড়াবেন না। সম্প্রতি ছেলেধরা গুজব রটিয়ে নিরীহ কিছু মানুষকে খুন করার মধ্য দিয়ে একটি বিশেষ গোষ্ঠী বা শ্রেণি নিজেদের স্বার্থসিদ্ধি করতে চায়। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’
গতকাল সোমবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গুজব প্রতিরোধে ‘গণসচেতনতা সপ্তাহ’ উপলক্ষে এ আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি কণা বিশ্বাস। এতে বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণির কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মতবিনিময় সভা শেষে গুজব প্রতিরোধে বিদ্যালয়ের মাঠে সমবেত শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)।
তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে ছেলেধরা ও মাথাকাটা গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যলয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ্।
সভায় প্রধান অতিথি মো. কলিমুল্লাহ বলেন, ‘কয়েক দিন যাবৎ পদ্মা সেতু নিয়ে দেশের মানুষের মধ্যে ছেলেধরা ও মাথাকাটার মিথ্যা গুজব চলছে, এটা একটা ভিত্তিহীন বিষয়। আপনারা কেউ এ গুজবে বিশ^াস ও কান দেবেন না। সেতু তৈরিতে কখনো মানুষের মাথা লাগে না, দরকার হয় উন্নতমানের ইট-সিমেন্ট।’ তিনি আরও বলেন, প্রায়ই লক্ষ করা যাচ্ছে, এলাকায় অপরিচিত লোক চলাফেরা করতে দেখে অনেকে অযথা ছেলেধরা সন্দেহ করে গণপিটুনির মতো অপরাধ করছে। যার হাত থেকে বাদ পড়ছে না পাগলেরাও। এগুলো না করে সন্দেহজনক কাউকে দেখলে স্থানীয় ক্যাম্প, থানা অথবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা নেওয়ার জন্য আহ্বানও করেন তিনি।
এ সময় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীর, চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন বিশ^াস, আওয়ামী লীগের নেতা হাজী হারুন-অর-রশীদ, মুফাজ্জেল হোসেন, তিতুদহ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিরুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সবেদ আলী। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ম্যানেজিং কমিটির সবাই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনামূলক পোস্টার বিতরণ করেন।
জীবননগর:
জীবননগরে গুজব প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর থানা পুলিশের আয়োজনে জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও জীবননগর ডিগ্রি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল। বিশেষ অতিথি ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকিবিল্লাহ, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ও উপপরিদর্শক (এসআই) নাহিরুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা গলাকাটা গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতার জন্য বিভিন্ন দিক তুলে ধরেন।