নিউজ ডেস্ক:হ্নীলায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে কাভার্ডভ্যানে অভিনব কায়দায় পাচারকালে ইয়াবাসহ হ্নীলা রঙ্গিখালী এলাকার হেলাল নামে এক মাদক কারবারীকে আটক করেছে।
সূত্র জানায়, ১ ডিস্মেবর (বুধবার) দুপুর ১টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল যানবাহনযোগে মাদক পাচারের সংবাদ পেয়ে হ্নীলা ঘুমতলী এলাকায় অভিযানে যায়। সেখানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে (ঢাকামেট্টো-ট-২০-৬২২০) কাভার্ডভ্যান আসে। গাড়িটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ৩১হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারে জড়িত চালক হ্নীলা রঙ্গিখালী লামার পাড়ার জাহেদ হোছনের পুত্র মোঃ হেলাল উদ্দিন (৪৩) কে আটক করে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
এদিকে একাধিক বিশ্বস্থ সুত্র জানায়,হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মৌলভী মাহমুদুল হকের পুত্র মাসুদের ইয়াবার চালান পাচার করতে গিয়েই হেলাল ইয়াবাসহ আটক হয়। উক্ত মাসুদ দীর্ঘদিন ধরে বিভিন্ন কিছুর আড়ালে মাদক চোরাচালান চালিয়ে আসছে।
উক্ত বিষয়ে তার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করলেও ফোন বন্ধ থাকায় কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি।