শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ২৪-১১-২০
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় দর্শনা চেকপোস্টের আর্ন্তজাতিক সন্মেলন কেন্দ্রে এই সন্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিজিবির পক্ষে নের্তৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া শাহাদৎ খান এবং বিএসএফ’র পক্ষে নের্তৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি কর্নেল শ্রী প্রমোদ কুমার আনন্দ। বিজিবির ১১ জন এবং বিএসএফ’র ১০ জন কর্মকর্তা এই সন্মেলনে অংশ নেন।
সীমান্তে মানুষ হত্যা বন্ধ, মাদক চোরাচালান প্রতিরোধ, নারী-শিশু পাচার রোধ, দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক আরো জোরদার করতে নিয়মিত যৌথটহল করাসহ সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। # #