চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস উদ্যাপন, এবারের প্রতিপাদ্য
নিউজ ডেস্ক:আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সঙ্গে সেতুবন্ধন গড়ে তোলা, পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছয়িয়ে দেওয়ার লক্ষ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস উদ্যাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’।
চুয়াডাঙ্গা:
‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, প্রফেসর এস এম ই¯্রাফিল ও চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান। আলোচনা সভা শেষে পর্যটন দিবসের ওপর বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এতে কলেজ ক্যাটাগরিতে পাঁচজন ও মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে পাঁচজন পুরস্কৃত হয়েছে।
মেহেরপুর:
‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’ স্লোগানে র্যালি, আলোচনা সভা, টিভিসি প্রদর্শন, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম প্রমুখ। পরে সেখানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।