জনগণের কাক্সিক্ষত সেবা প্রদান করা আমাদের মূল লক্ষ্য

0
13

মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত; চুয়াডাঙ্গায় ডিসি গোপাল চন্দ্র দাস
নিউজ ডেস্ক:নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার পৃথক স্থানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
‘এ্যাচিভিং দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস থ্রো ইফেকটিভ ডেলিভারি অব সার্ভিসেস, ইনোভেডিট ট্রান্সফরমেশন অ্যান্ড একাউন্ডটেবল ইনস্টিটিউশন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
সভায় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ‘অনেক কিছুই আমরা মেনে নিতে পারি না, মেনে নিই। আর যখনই মেনে নিই, তখনি জনগণের সেবাটা ভালো হয় না। ফলে মন থেকে জনগণের সেবা করতে চাইলে অবশ্যই সে সেবাটা ভালো হবে। মেধাবী জনগোষ্ঠীকে জনগণের সেবায় সম্পৃক্ত বা উৎসাহিত করতেই জাতিসংঘের নির্দেশনায় বিশ্বব্যাপী আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে পালিত হয়ে আসছে।’
সংবিধানের উদ্ধৃতি দিয়ে জেলা প্রশাসক বলেন, ‘জনগণের সেবা করতে আপনি বাধ্য। যদি আপনি প্রজাতন্ত্রের কর্মচারী হন, তাহলে প্রথমে ধারণা করতে হবে, জনগণের সেবা করার জন্যই এ চাকরিতে প্রবেশ করেছেন। ফলে আমাদের মূল লক্ষ্য হবে কীভাবে স্বল্প সময়ে, স্বল্প খরচে জনগণের কাক্সিক্ষত সেবা প্রদান করা যাই। তা ছাড়া বাংলাদেশে সিভিল সার্ভিসে প্রবেশকালে বলা হয়, সিভিল সার্ভিসের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্যই সিভিল সার্ভিস।’
জেলা প্রশাসক আরও বলেন, অনেকের ধারণা আমলাতন্ত্র খুব খারাপ জিনিস। অনেক সময় দেখি মঞ্চে দাঁড়িয়ে আমলাতন্ত্রকে তাচ্ছিল্য করা হয়। আসলে তাঁরা জানেন না আমলাতন্ত্র কী। জিজ্ঞাসা করলে উত্তরে পাওয়া যায়, সকলে খারাপ বলে, তাই তাঁরাও খারাপ বলে। এ সময় একটি মেশিনের সঙ্গে আমলাতন্ত্রকে উল্লেখ করে তিনি বলেন, কমান্ডিং সিস্টেমটাই মূল। এই আমলাতন্ত্রকে যাঁরা কমান্ড দেন, সে পার্টসগুলো ঠিকঠাক কাজ করলেই আমলাতন্ত্র জনগণের জন্য কাজ করতে বাধ্য।
কিছু অসাধু কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত দিয়ে জেলা প্রশাসক বলেন, এমন অনেক সরকারি অফিস আছে, যে অফিসগুলোতে জনগণের জন্য কী কী কাজ করা হয় বা সেবা দেওয়া হয়, তা ওই এলাকার অধিকাংশ জনগণই জানেন না। কাজের বা সেবার তালিকা থাকে সিটিজেন চার্টারে। অথচ অনেক অফিস প্রধান তাঁদের অফিসে ওই চার্টার টাঙাতে অভ্যস্থ নন। এটা যেন টম এন্ড জেরির মতো অবস্থা। আবার পরিদর্শনে গেলে অনেক সময় দেখা যায়, সিটিজেন চার্টার অফিসের আই পয়েন্টে থাকার কথা অথচ আছে বাথরুমে। এ সব অফিস বা অফিস প্রধানদের পরামর্শ দিয়ে তিনি বলেন, এ বাজে অভ্যাস ত্যাগ করে জনগণের সেবা করেন।
এ সময় জনগণ ও অফিস কর্মচারীদের সতর্ক করে জেলা প্রশাসক আরও বলেন, চার থেকে পাঁচ লাখ তরুণ প্রতিদ্বন্দ্বিতা করে বিসিএস পরীক্ষার মাধ্যমে জনগণের সেবা দেওয়ার জন্য এই চাকরিতে প্রবেশ করেন। অথচ কিছু জনগণসহ আমাদের সংশ্লিষ্ট অফিসের কিছু কর্মচারীদের দ্বারা প্রভাবিত হয়ে তাঁদের সে জনসেবার প্রত্যয়কে ব্যহত করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতানা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ ও চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী।
এ ছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিএডি আব্দুস ছালাম, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক্সেন সবুক্তগীন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তষ কুমার নাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলী হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান তালুকদার, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. গোলাম মোস্তফা, পুলিশ পরিদর্শক তোজাম্মেল হক, দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিসা সুলতানাসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা।
মেহেরপুর:
পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়। জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইবাদত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, পাট পরিদর্শক মহাসিন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সফিউল সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইবাদত হোসেন প্রমুখ।
ঝিনাইদহ:
ঝিনাইদহে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আখতারুজ্জামান, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালালসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। বক্তারা নিজেদেরকে জনগণের সেবক মনোভাব নিয়ে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।