কার্পাসডাঙ্গায় গাঁজাসহ সাদিকুল আটক

0
9

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি মাদক বিরোধী অভিযান চালিয়ে মুক্তারপুর গ্রামের জালালের ছেলে সাদিককে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই অচিন্ত কুমার পালের নেতৃত্বে এএসআই আবুল কাশেম, এএসআই হাদীউজ্জামান হাদী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কুড়ুলগাছি রাইসা বিলের মৎস্য অফিসের কাছ থাকে মুক্তারপুর গ্রামের জালালের ছেলে সাদিকুলকে (৩৫) আটক করে তার দেহ তল্লাশী করলে কাছে থাকা প্যাকেটে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে আটক করে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। রাতেই তাকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়।