চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালন

0
49

 

নিউজ ডেস্ক:নারীর সুরক্ষা, নারীর ক্ষমতায়ন ও বাল্য বিয়ে প্রতিরোধে জনসচতেনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
নারীর সুরক্ষা, নারীর ক্ষমতায়ন ও বাল্য বিয়ে প্রতিরোধে জনসচতেনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধনের আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এতে অংশ নেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, সিভিল সার্জন খায়রুল আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল. সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা, জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার কাকলি, ঝিনুক মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী নেত্রী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারের প্রতিপাদ্য- ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এবং ‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ স্লোগানকে সামনে রেখে এবারের নারী দিবস পালনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা চত্বরের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, খাদ্য কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা। আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সদর উদ্দিন ভোলা, মহিলা মেম্বার সুফিয়া খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন সোস্যাল ওম্যান ডেভেলপমেন্টের সভানেত্রী জান্নাতুল মাওয়া, জনবল সংস্থার সভানেত্রী রুশিয়া খাতুন, মা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি সুফিয়া খাতুন, ব্র্যাক প্রোগ্রেজ অর্গানাইজার পারভীনা খাতুন, দর্জি প্রশিক্ষক কাকলী খাতুন, আসমা খাতুন, শেফালি খাতুন, শিউলী খাতুন, মাহমুদা আক্তার, তানিয়া পারভীন, নুসরাত আফরিন, মুক্তি, সাবিনা, কানিজ ফাতেমা, পলি খাতুন, স্বপ্না খাতুন, শান্তনা খাতুন, মহিলা বিষয়ক অফিসের সহকারী হোসনে আরা বেগম প্রমুখ।
দামুড়হুদা:
দামুড়হুদায় আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ছাড়া এনজিও সংস্থা মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগেও একইস্থানে মানববন্ধন করা হয়। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ইউপি চেয়ারম্যান আজিজুল হক, দামুড়হুদা উপজেলা প্রকৌশলী মাহবুব-উল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মাজহারুল ইসলাম, সংগীতা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আসমত আলী বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা অশোক কুমার বিশ্বাস, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প কর্মকর্তা দিল তৌহিদা, উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের প্রশিক্ষক সাথী খাতুন, অফিস সহায়ক সুমন প্রমূখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
জীবননগর:


আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় অফিসার মতেহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, প্রকল্প কর্মকর্তা সামনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, পৌর কাউন্সিলর রিজিয়া খাতুন প্রমুখ।
মেহেরপুর:


“সবাই মিলো ভাবো, নতুন কিছু কর, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্যে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে মেহেরপুর জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জাতীয় মহিলা সংস্থা মেহেরপুর জেলা কার্যালয় এ মানববন্ধনের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আযম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নারীরা অংশগ্রহণ করেন।
মুজিবনগর:


“সবাই মিলে ভাবো নতুন কিছু করে, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই শ্লোগানে মুজিবনগরে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার সকাল ১১টার দিকে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। এ সময় মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকারসহ অত্র স্কুলের শিক্ষার্থীরা উক্ত মানববন্ধনে অংশ নেন।
ঝিনাইদহ :

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো; নারী-পুরুষ সমতার, নতুন বিশ্ব গড়ো’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর গতকাল বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করে। র‌্যালি শেষে পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। এ সময় ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামান, জেলা শিশু বিয়ষক কর্মকর্তা আইয়ুব হোসেন ও জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।