দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী পৃথক অভিযানগাঁজা ও ফেন্সিডিলসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধারনিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, মোটরসাইকেল, মোবাইল ফোন, ফেন্সিডিলসহ প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার পৃথকস্থানে পৃথক অভিযান চালিয়ে এসকল মালামাল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের পশ্চিমপাড়া ডোমবাড়ী ঘাট নামক স্থান হতে ২৭ গ্রাম ভারতীয় গাঁজা, ১টি মোটরসাইকেল এবং ২টি মোবাইলসহ বড়বলদিয়া পশ্চিমপাড়ার মৃত শাহাবুদ্দিনের ছেলে আশরাফুল ইসলামকে (২৬) আটক করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার ১৬২ টাকা। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। একইদিন শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের বিএসপি মাঠ থেকে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯ হাজার ৬শ’ টাকা। এদিকে, গতকাল শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্টান্ড থেকে ৮টি ভারতীয় শাড়ী এবং ৭টি শাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। অপরদিকে, শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্টান্ড নামক হতে ১০টি ভারতীয় শাড়ী, ১০টি শাল, ৩৩ বোতল উজ জবপশববিম ঔষধ, ৬ বোতল ণ-খঅঢ ট্যাবলেট এবং ৬০টি গড়হঃধং-খ ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩ হাজার ৮শ’ টাকা। উদ্ধারকৃত ২৪ বোতল ফেন্সিডিল, ২৭ গ্রাম গাঁজা, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল, ১৮টি শাড়ী, ১৭টি শাল, ৩৩ বোতল উজ জবপশববিম ঔষধ, ৬ বোতল ণ-খঅঢ ট্যাবলেট এবং ৬০টি গড়হঃধং-খ ট্যাবলেট এর সর্বমোট মূল্য ৪ লাখ ৯২ হাজার ৫৬২ টাকা। উদ্ধারকৃত আসামীসহ গাঁজা ও মোটরসাইকেল থানায় এবং অন্যান্য মালামাল কাস্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে।