শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার আলডাঙ্গা উপজেলা সদরের লাল ব্রীজের নিচে ক্যানালের
পানিতে ডুবে রাফাত (১২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত
শিশু রাফাত উপজেলা সদরের মিয়া পাড়ার কাইয়ুম হোসেনের ছেলে। আজ (১৭
অক্টোবর) শনিবার বেলা ২ টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানায়ায়, বাড়ি সংলগ্ন ক্যানালে (মরা নদী) পাড়ার
সমবয়সী বন্ধুদের সাথে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে রাফাতকে
তার বন্ধুরা আশে পাশে কোথাও গোসল করতে না দেখে খোজা খুজি শুরু
করে এবং বাড়িতে খবর পাঠায়।
খবর পেয়ে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা ক্যানালে নেমে শিশু রাফাতকে
খুজতে থাকে। এ সময় পথ চলতি উৎসুক মানুষ ক্যানালের পাড়ে ভিড় জমায়।
অপরদিকে, আলমডাঙ্গা ফায়ার ব্রিগেডেও সংবাদ দিলে ফায়ার ব্রিডেডের
একটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগের পরিবারের লোকজন ও
প্রতিবেশীরা রাফাতের নিথর দেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। এমন সময়
ফায়ার ব্রিগ্রেডের সদস্যরা ঘনটাস্থলে পৌছেয় এবং রাফাতের বাড়ি গিয়ে
তাকে গাড়িতে তুলে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাড়দি
হাসপাতাল) নিয়ে যায়।
সেখানে কর্তব্যরক ডাক্তার রাফাতকে মৃত ঘোষনা করে জানান, হাসপাতালে
নেওয়ার আগেই রাফাত মারাগেছে।
আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার (এসআই) শুব্রত ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন। # #