চুয়াডাঙ্গায় পিতার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অপবাদের ঘটনা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় পিতা কর্তৃক কিশোরী মেয়েকে ধর্ষণের অপবাদ দিয়ে গণধোলাইয়ের ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার রাতে গণধোলাইয়ের শিকার ইলিয়াস বাদি হয়ে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় চার নারীকে আটকও করেছে পুলিশ। ইলিয়াস চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ারস্থ রেলবস্তির আব্দুল কাদেরের ছেলে। আটককৃতরা হলেন- পৌর এলাকার ফার্মপাড়ারস্থ রেলবস্তির রবিউলের স্ত্রী সুখি খাতুন (৩০), একই এলাকার মন্টুর স্ত্রী অনিতা খাতুন (২৫), এনামুলের মেয়ে ছোট বর্ষা (১৩) ও মিন্টুর মেয়ে বড় বর্ষা (১৫)।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়াস্থ রেলবস্তিতে মাদক ও অবৈধ ব্যবসা চালাতে সাজানো পিতা কর্তৃক মেয়েকে ধর্ষণের অপবাদে ইলিয়াছ নামের এক ব্যক্তিকে গণধোলাই দেয় সুবিধাবাদীরা। এ ঘটনায় গুজব ছড়ানোর অভিযোগে ওইদিনই চার নারীকে আটক করে সদর থানা পুলিশ। ঘটনার শুরুতে পিতা কর্তৃক কন্যা ধর্ষণের বিষয়টি উঠে আসলেও পরে বেরিয়ে আসে আসল কাহিনী। এদিকে, এ ঘটনার পর থেকে অত্র এলাকার মাদকব্যবসায়ীসহ মাদককারবারিরা রয়েছে আটক আতঙ্কে। অনেকে ইতোমধ্যে গা’ঢাকা দিয়েছে আবার অনেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে বিভিন্ন মহলে দৌঁড়ঝাঁপ শুরু করেছে। তবে সাধারণ এলাকাবাসী এই ঘটনায় অপরাধীদের কঠিন শাস্তি দাবি করেছে।