বিপ্লব নাথ (চট্টগ্রাম) : টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম র্যাব-৭ এর একটি দল।
আজ (২৭.০৯.১৭) বুধবার সকালে বিশেষ অভিযান চালিয়ে এ সব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মিয়ানমারের চার নাগরিককে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহম্মেদ জানান, শাহ পরীর দ্বীপ এলাকায় একটি মাছ ধরার ট্রলার জব্দ করে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ট্রলার থেকে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার ও মিয়ানমারের চার নাগরিককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।