৮টি বাস কাউন্টার পুড়ে ছাই!

0
11

কালীগঞ্জে বাস টার্মিনালে ভয়াবহ অগ্নিকা-
নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের টার্মিনাল এলাকায় ভয়াবহ অগ্নিকা-ে আটটি বাস কাউন্টার পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে জানিয়েছেন এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রত্যাক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ শহরের মেইন বাস্ট্যান্ডের টার্মিনালের পাশেই যাত্রীবাহী বিভিন্ন পরিবহনের কাউন্টার রয়েছে। এর মধ্যে সোহেলী, চিত্রা, হানিফ, চাকলাদার ও মধুমতি বাসের কাউন্টার রয়েছে। আগুনলাগার পরপরই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা। শুরুতে আগুন নিয়ন্ত্রণে কিছুটা হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না, পরে জানা যাবে বলে তিনি জানান।