৭০ লিটার বাংলা মদসহ যুবক আটক

0
7

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে বাংলা মদসহ শিবু দাস (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিবু দাস চুয়াডাঙ্গা জেলা শহরের পুরাতন হাসপাতাল পাড়ার জীবন দাসের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) মহাসিন হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বাংলা মদ নিয়ে মাগুরায় যাচ্ছিল শিবু দাস। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকবাংলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।